সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | একই দিনে জোড়া নোটিশ অর্জুন-পবনকে, বুধবারই বাবা-ছেলে গোয়েন্দাদের মুখোমুখি

Pallabi Ghosh | ০৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ২৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: দুই পৃথক মামলায় একই দিনে জোড়া নোটিশ অর্জুন সিং ও তাঁর পুত্র পবন সিংকে। বুধবারে বাবা-ছেলেকে ব্যারাকপুর কমিশনারেট ও ভবানী ভবনে হাজিরা দিতে হবে। তাঁদের দু'জনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও অর্জুন ও পবন দু'জনেই রাজ্য পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। 

একজন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অপরজন  বর্তমান ভাটপাড়ার বিধায়ক। অর্জুন সিং ও পবন সিং। একই দিনে রাজ্য পুলিশ বাবা ও ছেলেকে আলাদা আলাদা নোটিশ ধরাল। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার প্রধান ছিলেন। অভিযোগ, তাঁর কার্যকালে ভাটপাড়া পুরসভায় একাধিক আর্থিক দুর্নীতি হয়েছে। পুরনো একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুনকে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই আবার ভাটপাড়ার বিধায়ক অর্জুনপুত্র পবনকে অপর একটি মামলায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টিকে অর্জুন রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, আগেও বিজেপি নেতা অর্জুন সিংকে ভবানী ভবন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের তরফে দু'বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষাকবচের বলে অর্জুনকে ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি সাফ বললেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাঁরা সরাসরি লড়াই করছেন, রাজ্যের পুলিশ তাঁদের হেনস্থা করছে। বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আমাকেও আইনি জালে জড়িয়ে দেওয়া হয়েছে।' অর্জুন বুধবার ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেবেন বলে জানিয়েছেন। 

অন্যদিকে বিধায়ক পবন সিং বলেন, 'আমি অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাকে নিয়ে পুলিশ টানাটানি করছে। মিথ্যা অভিযোগে হয়তো আমাকে জেলে যেতে হবে। তাতে আমি ভয় পাই না।' তবে অর্জুন -পবনের  বক্তব্যকে শাসক দল বিশেষ আমল দিচ্ছে না। ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, 'ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন অর্জুন বহু দুর্নীতি করেছেন। সে সব দুর্নীতি এখন সামনে আসছে। অর্জুন নিজেকে আড়াল করার জন্য নানা মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন। তবে তিনি পার পাবেন না। পুলিশ নিশ্চয়ই যথাযথ তদন্ত করবে।'


arjunsinghwestbengal

নানান খবর

নানান খবর

একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত

ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল

দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল 

'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

সোশ্যাল মিডিয়া